রাকিব হোসেন,ঢাকাঃ হাউস অফ লর্ডসে (ইউকে) 'দ্য রাইট অনারেবল' লর্ডের হাত থেকে টেক্সটাইলে (এশিয়া) সবচেয়ে তরুণ উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের তরুণ উদ্যোক্তা হাবিবুর রহমান জুয়েল (হাবিবী জুয়েল)।
গতকাল লন্ডনের চোলমন্ডেলি রুম এবং টেরেস, ব্ল্যাক রডস গার্ডেন এন্ট্রান্স, হাউস অফ লর্ডস অায়োজিত হয়। জানাযায়, এসময় হাবিবী জুয়েল Mr.Navnit Dholakia এর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এরপর পার্লামেন্টের রুথ ক্যাডবেরি মিনিস্টার (আন্তর্জাতিক বাণিজ্যের ছায়ামন্ত্রী) এবং লন্ডনের ইউরোপীয় পার্লামেন্টের সদস্য দীনেশ ধমিজারের সাথে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
হাবিবুর রহমান জুয়েল ( হাবিবী জুয়েল) বলেন, এই প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাটা ছিলো আমার কাছে স্বপ্নের মুহূর্ত। নিজ দেশকপ সবসময় চাই বিশ্ব দরবারে তুলে ধরতে। দেশের তরুণ ও যুবকরা এগিয়ে যাক এটাই আমাদের স্বপ্ন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.