মোঃ মহিউদ্দিন,ভোলা প্রতিনিধিঃ ভোলা জেলার জনপ্রিয় " দৈনিক ভোলার বাণী পত্রিকা"র সাংবাদিকদের সাথে এক বিশেষ সংলাপে পুলিশ সুপার মোঃসাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) বলেন, কিশোর গ্যাং কালচার প্রতিরোধে অবিলম্বে পদক্ষেপ নেয়া দরকার। এজন্য অধিকারবঞ্চিত কিশোরদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। সামাজিক নিরাপত্তা ও বাঁচার অধিকার দিতে হবে। কিশোররা খেলাধুলা ও বিনোদনের সুযোগ পেলে অপরাধে জড়াবে না। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ভোলার জনপ্রিয় দৈনিক ‘ভোলার বাণী’ পত্রিকার পক্ষ থেকে “কিশোর গ্যাং প্রতিরোধে নাগরিক সংলাপ” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সর্বস্তরের শিশুর জন্য সু-শিক্ষা দানের ব্যবস্থা করতে হবে। শিশুদের জন্য স্বল্পমেয়াদি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ করে নিতে হবে। ছিন্নমূল কিশোরদের করতে হবে পুনর্বাসন। তা হলেই আমাদের সমাজ থেকে কিশোর গ্যাং কিছুটা হলে কমে যাবে। আজকের শিশু কিশোর আগামী দিনের ভবিষ্যৎ,তারাই দেখাবে আলোর পথ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.