আবু সায়েম আকন,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে এক ড্রেজার ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার ৮ নভেম্বর সুগন্ধা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার সত্যতা পেয়ে ড্রেজারটি আটক করেন। আটককৃত ড্রেজারটির মালিক হলেন বরিশাল জেলার আ. শুক্কুর হাওলাদারের ছেলে রুম্মান হাওলাদার।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনানুযায়ী তাকে এ জরিমানা করা হয়েছে। আগামীতে আইন অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.