তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ ডিজিটাল উদ্ভাবনী মেলা কে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রেস ব্রিফিং করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু কর্নারে ডিজিটাল মেলা বিষয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত সাংবাদিকদের সামনে ডিজিটালের গুরুত্ব উপকারিতা এবং জনগনের সেবার মান সহ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির।
ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রেস ব্রিফিংয়ে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশন ভূমি আসাদুজ্জামান রনি,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিক শরীফ,সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,সাংবাদিক বাবরুল হাসান বাবলু,সহসভাপতি কামাল হোসেন রাফি,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া,দপ্তর সম্পাদক রুকন উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আহমেদ কবির,শামসুল আলম আখঞ্জি,আবুল কাশেম,শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক গোলাম কাদির সুজন, রুবেল মিয়া,আসমাউল হাসানসহ উপজেলার কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির জানান,আগামীকাল ৯ই নভেম্বর ডিজিটাল উদ্ভাবনী মেলা ও উদ্বোধনী অলিম্পিয়াড উপজেলা পরিষদ প্রঙ্গনে অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় সরকারি দপ্তর সমূহের অংশ গ্রহণে মেলার স্থানে নাগরিক বান্ধব সেবা প্রদানের ব্যবস্থা থাকবে, পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ,উন্নয়ন এবং সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণ ও উদ্ভাবনী মেলাতে স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনে চারটি প্যাভিলিয়নে বিভিন্ন স্টলের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও ডিজিটাল উদ্ভাবনী সম্পর্কিত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হবে।প্রজেক্ট প্রদর্শনীদের মধ্যে তিনটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে, মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক, উন্মুক্ত, তিনটি গ্রুপের মধ্যে বিজয়ী দল জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.