মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার উল্টাছড়ি আর্য্যপুরুষ শীলানন্দ ধর্মোদয় বিহারে ১২তম দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন "অনুবুদ্ধ" ভদন্ত শীলানন্দ মহাস্থবির (ধুতাঙ্গ ভান্তে)। অনুষ্ঠানে ধর্মীয় মঙ্গালচরণ পাঠ করেন প্রজ্ঞা কল্যান ভিক্ষু।এসময় বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার, সংঘদান, কল্পতরু দান, দানোত্তম কঠিন চীবরদান সহ ধর্মদেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যানমিত্র বড়ুয়া, নিলোৎপল খীসা, এডভোকেট সুপাল চাকমা, কায়াংঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপেন্দু দেওয়ান প্রমুখ।
উল্লেখ্য, মহাত্যাগী "অনুবুদ্ধ" ভদন্ত শীলানন্দ মহাস্থবির (ধুতাঙ্গ ভান্তের) একযুগ ধ্যান সাধনার ১ম স্থান ছিলো আয্যপুরুষ শীলানন্দ ধর্মোদয় বিহার।
দেব-মানবপূজ্য প্রতিসম্ভিদাসহ ষড়াভিজ্ঞা অরহত ' অনুবুদ্ধ" ভদন্ত শীলানন্দ মহাস্থবির (ধুতাঙ্গ ভান্তে) মহামতি গৌতম বুদ্ধের নির্দেশিত মহাসতিপটঠান সূত্র অনুযায়ী একযুগ যাবত খাগড়াছড়ি, রাঙ্গামাটিও কাপ্তাই এর ৫টি দূর্গম এলাকায় ধ্যান -ভাবনা করেন,তন্মধ্যে খাগড়াছড়ির উল্টাছড়িস্হ গভীর অরণ্যে ১৯৯৯ সালে শুভাগমন করেন ও এই স্থানে ১ম ৩টি বছর কঠোর ধ্যানে রত থাকেন। আধ্যাত্বিক ও অলৌকিক লোকোত্তর জ্ঞানে অধিগত হয়ে, জাতি -ধর্ম, দল- মত- নিকায় নির্বিশেষে সকলের সুখ- শান্তি মঙ্গলার্থে বুদ্ধের মুখ নিঃসৃত বাণী বহুজন হিতায়, বহুজন সুখায় এই মন্ত্রকে মনে ধারণ করে, ধর্ম প্রচারের জন্য ভিয়েতনাম হ্যানয়তে ১টি প্রতিষ্টান সহ ৩৫টি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার মাধ্যমে দিকে দিকে ধর্ম প্রচার করে চলেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.