মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ সন্ত্রাস, মাদক, চোরাচালান নিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড ব্যাটালিন ( ৪০ বিজিবি)।
শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪০ বিজিবি পলাশপুর জোন সদর দফতরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, পলাশপুর জোন ( ৪০ বিজিবি'র ) জোন কমান্ডার লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খান ও বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন।
পলাশপুর জোন কমান্ডার লে. কর্ণেল সোহেল আহমেদ পিএসসি বলেন, মাদক, চোরাচালান নির্মুলে বিজিবি সবকিছুই করবে। পাহাড়ের সাথে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের এমন মন্তব্য করে জোন কমান্ডার বলেন, সবাইকে মিলেই এজনপদকে মাদক ও চোরাচালান মুক্ত করতে হবে। সবাইকে যার, যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।
মতবিনিময় সভায় মাটিরাঙ্গা রেঞ্জ অফিসার জিএম আলমগীর, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মো. মনির হোসেন, আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গনি, বড়নাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, গোমতি ইউপি চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ধর্মীয় নেতা ও হেডম্যান-কারবারিগণসহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.