আমিরুল ইসলাম রাশেদ,পেকুয়াঃ কক্সবাজারের পেকুয়ায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান
পরিচালনা করে বালু ভর্তি ২টি ডাম্পার গাড়ী ও দুই হাজার ঘনফুট বালু জব্দ করেছে বনবিভাগ।
(১২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার টইটং ইউপির জুমপাড়া উপরে হতির ঢেঁড়া, নাটানার জিরি এলাকায় সংরক্ষিত বনের ভিতরে এসব জব্দ করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন টৈটং বিট অফিসার জমির উদ্দীন, বারবাকিয়ার বিট অফিসার আমির হোছাইন গজনবী।
অনুসন্ধানে জানা যায়,টৈটং জুমপাড়া বালু খেকো জসিম, ওসমানের নেতৃত্ব চলছে এই বালু খেকো সক্রিয়। বালু খেকোরা রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। গাছ পাচার কারী ও পাহাড় খেকো এবং বালু খেকোরা মুটা অংকের মিশে নেমেছে। রেঞ্জ কর্মকর্তাকে অপসারণ করতে।
রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন,আমরা খবর জানতে পারি, সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করতেছে।আমরা তাৎক্ষণিক অভিযান করে ওই বালু জব্দ করি। যে গাড়ী দিয়ে বালু পাচার হচ্ছিল ওই গাড়ী গুলাও জব্দ করতে সক্ষম হয়। যারা অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.