নিজস্ব প্রতিবেদকঃ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার শাইখুল হাদিস, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর সহকারি মহাসচিব মুফতি নুরুল আমীন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মুফতি নুরুল আমীন-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন
আজ সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, নাসিরাবাদ বড় মাদরাসার মুহতামিম
আল্লামা আব্দুল জাব্বারশোক প্রকাশ করেছেন।
তিনি আরো বলেন, এলমে দ্বীনের প্রচার-প্রসারে হযরতের ভূমিকা কওমি অঙ্গনে স্বরণীয় হয়ে থাকবে। তাঁর বর্ণাঢ্য জীবনের প্রতিটি ধাপ আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এদেশের ইসলাম ও মানুষের জন্য তার কুরবানী ভবিষ্যতে স্বর্নাক্ষরে লেখে রাখা হবে। দেশের এই অন্যতম শীর্ষ আলেমেদ্বীনের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। সাথে সাথে হযরতের মাগফিরাত কামনা করছি।
দেশজুড়ে নুফতি নুরুল আমীন রহঃ'র রুহানি সন্তান, শোকসন্তপ্ত পরিবার,সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি।
আজ শনিবার এক শোকবার্তায় আল্লামা আব্দুল জাব্বার বলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সহকারি মহাসচিব, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসার শাইখুল হাদীস মুফতি নূরুল আমীন রহ. ছিলেন একজন বরেণ্য ও প্রথিতযশা আলেমেদীন এবং মুফতি। তিনি বহু মাদরাসার সাথে সম্পৃক্ত থেকে ইলমে নববীর দরস এবং তাদরীসের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। এছাড়াও বিভিন্ন ফেরকায়ে বাতিলার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী ছিলেন। মহান রাব্বুল আলামিন এই মহান বুজুর্গ আলেমেদীনের সকল খেদমতকে কবুল করুন।
আল্লাহ তায়ালা, তাঁর পরিবার পরিজনকে এবং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তাঁর সকল শুভাকাঙ্ক্ষী এবং ভক্তদেরকে সবরে জামীল দান করুন। আল্লাহ তাঁর খেদমতগুলো কবুল ও মঞ্জুর করুন, তাঁর মাগফিরাত করুন এবং জান্নাতের উচ্চ মাকাম নসীব করুন, আমীন।
মুফতি নুরুল আমীন রহ.-এর মাগফিরাত কামনা করে চট্টগ্রাম মহানগরীর অন্যতম দীনি দরসগাহ জামিয়া ইসলামিয়া মিসবাহুল উলূম নাসিরাবাদ বড় মাদরাসায় আজ বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামিয়ার সকল শিক্ষক, ছাত্র সকলে হযরতের মাগফিরাত কামনা করেন।
শোক সন্তপ্ত পরিবার, শুভানুধ্যায়ী সকলের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.