নিজস্ব প্রতিবেদকঃ তাহিরপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রকল্পের আওতায়,ঢাকা আহছানিয়া মিশনের মানবিক সহায়তা প্রদান।
রবিবার (১৩নভেম্বর)বেলা ৯ টায় উপজেলা সদর ইউনিয়নে,বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রকল্পের আওতায়, গভমেন্ট অফ দি হংকং স্পেশাল এডমিনিসস্ট্রেটিভ রিজন এর অর্থায়নে,অক্সফ্যাম বাংলাদেশ এর সহায়তায় ,ঢাকা আহছানিয়া মিশন(ডাম)এর মানবিক সহায়তা বিতরণ করা হয়।
তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের ২নং ৪ নংএবং৫ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০১৯ পরিবারের মধ্যে, প্রতি পরিবার কে ২০ কেজি চাল,২ লিটার সয়াবিন তেল,২ কেজি ঢাল,১ কেজি চিড়া, ০.৫ লবন,০.৫ চিনি,১ কেজি মুগঢাল,৪ কেজি সুলার ঢাল,২ টি বালতি,১ টি মঘ,পানি বিশুদ্ধ করন টেবলেট, গোসলের সাবান ৪ টি,গুরাসাবান ১ কেজি,খাওয়ার স্যালাইন ১০ টি,স্যানিটারি পয়াক ১ টি।তুলে দেওয়া হয়।
উল্লেখ্য যে গত ৭/১১/২২/ থেকে ১৩ /১১/২২ পর্যন্ত তাহিরপুর সদর ইউনিয়নে ১৮৯০, বাদাঘাট ইউনিয়নে ২০৬০,উত্তর বড়দল ইউনিয়নে ২০৫০ সর্বমোট তাহিরপুর উপজেলায় ৬০০০, (ছয় হাজার) পরিবার কে এই মানবিক সহায়তা দেওয়া হয়।
উপজেলার সদর ইউনিয়নে মানবিক সহায়তা বিতরনের সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলার সুযোগ্য মানবিক নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির সদর ইউনিয়নের সবচাইতে জনপ্রিয় চেয়ারম্যান জনাব জুনাব আলী,সুমন চিসিম প্রকিউরমেন্ট স্পেশালিষ্ট অক্সফ্যাম বাংলাদেশ, ছানোয়ার হোসেন খান পাঠান,প্রজেক্ট ম্যানাজার ঢাকা আহ্ছানিয়া মিশন,কে এন এম এন আজম,প্রোগ্রাম অফিসার অক্সফাম বাংলাদেশ, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ, প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, ,তুজাম্মেল হক নাছরুম প্যানেল চেয়ারম্যান তাহিরপুর সদর ইউনিয়,ইউপি সদস্য খোকন মিয়া,আকসান মিয়া, লাল মিয়া, শহীদ মিয়া,জয় রায়, সহ ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির বলেন বন্যায় মানুষের অনেক ক্ষতি হয়েছে, আমরা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি,বিভিন্নভাবে যারা বন্যার্থ মানুষকে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই।ঢাকা আহ্ছানিয়া মিশন তাহিরপুর উপজেলায় প্রায় ৬০০০ হাজার পরিবারকে সহায়তা প্রদান করছে এজন্য আমরা তাদের কেও ধন্যবাদ জানাই।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জুনাব আলী বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশন আমার ইউনিয়নে প্রায় ১৮৯০ পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে,তারা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে স্বচ্ছতার সহিত প্রকৃত ক্ষতিগ্রস্ত অসহায় লোকটিকে বেছে নিয়েছে আমরা পরিষদের পক্ষ থেকে তাদের কে ধন্যবাদ জানাই,
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.