রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহর এলাকার ঐতিহ্যবাহী কলেজহাটের অবৈধ
দখল ও দোকান উচ্ছেদের দাবিতে রবিবার ১৩ নভেম্বর মানববন্ধন করেছেন সচেতন এলাকাবাসী। এদিন দুপুরে তারা ওই হাটের সামনে পাকা রাস্তার পাশে এ মানববন্ধন করেন।
এখানে বক্তব্য দেন- ওই হাটের সহকারি ইজারাদার মোঃ ঈশা, বিদ্যুৎ নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি রমজান আলী,শিক্ষক মাজহারুল ইসলাম বকুল, শ্রমিক নেতা সামসুল ইসলাম ও আব্দুল মান্নান,
দোকান কর্মচারি সমিতির সভাপতি প্রদীপ সাহা
প্রমুখ। বক্তারা অবিলম্বে কলেজ হাটের স্থান, দোকান ও রাস্তা দখলমুক্ত করার জন্য প্রশাসন ও পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন।
পরে তারা ইউএনও এবং পৌর মেয়রকে এনিয়ে স্মারকলিপি দেন। হাটটিকে সংস্কার করে তাকে একটি উন্নত হাটে পরিণত করার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.