হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্ত্বর থেকে বিভিন্ন ক্লিনিকের ৬ দালালকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে হাসপাতালের বর্হিবিভাগ থেকে তাদের আটক করা হয়।
এদের মধ্যে ৪ জন নারী দালালও রয়েছে। আককৃতরা হলো, সানোয়ার হোসেন, শাহজাহান, আম্বিয়া, জেসমিন, মেরিনা, ফাজুরা। পরে ভ্রাম্যমান আাদালত বসিয়ে তাদের এক হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মেহেরপুর জেনারেল হাসপাতালে দালালের দৈরাত্ম বেড়ে গেছে। এমন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযানে যায় ডিবি ও সদর থানা পুলিশের একটি দল। এ সময় বর্হিবিভাগের সামনে থেকে ৬ দালালকে আটক করা হয়। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ভ্রামম্যমান আদালত বসানো হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট রিফাত জামান তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা প্রদান করায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।
ওসি রফিকুল ইসলাম বলেন, সম্প্রতি হাসপাতাল এলাকায় চুরি ও দালালের দৈরাত্ম বেড়ে গেছে। সেটি বন্ধে এ অভিযান অব্যহত থাকবে। কোন রোগী যাতে প্রতারণার শিকার না হয় সে জন্য এ অভিযান বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.