মোঃ হামিদুল ইসলাম,রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
অদ্য ১৪/১১/ ২০২২ইং। বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ২২-২৩ অর্থবছরের রবি প্রণোদনায় এক হাজার ৮ শত ৯৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১কেজি সরিষা বীজ ১০কেজি ডিএমপ
ও দশকেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। ১৪ নভেম্বর সোমবার উপজেলা কৃষি বিভাগ চত্বরে সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজাহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু ও উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার প্রমূখ। কৃষি অফিস সুত্রে জানা গেছ উপজেলায় মোট ৩২৮০ জন কৃষককে রবি প্রণোদনার আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৭০০ জন গম, ভুট্টা ৩৩০ জন, সূর্য্যমূখী ৫৫ জন, পিঁয়াজ ২০ জন, চিনা বাদাম ৫০ জন, মুগ ডাল ৫০ জন, মসুর ডাল ৩০ জন ও খেসারী ডাল ১৫০ জনকে তালিকাভুক্ত করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.