মোঃ মহিউদ্দিন,ভোলা প্রতিনিধিঃ ভোলাসদর উপজেলার চর আনন্দ মফিজিয়া দাখিল মাদ্রাসা সিত্রাংয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির কারনে পাঠদান ব্যাহত । জানাযায়, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অবস্থিত চর আনন্দ মফিজিয়া দাখিল মাদ্রাসাটি গত ২৪ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে লন্ডভন্ড হয়ে পড়ে গিয়ে পানির তোরে তলিয়ে যায় ১২০ হাত ঘরটি। জোয়ারের পানিতে তলিয়ে যায় সে থেকে আজ পর্যন্ত মাদ্রাসাটিতে ক্লাসে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। ওই মাদ্রাসিটিতে বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা পাঁচ শতাধিক, শহর থেকে বিচ্ছিন্ন এলাকায় হওয়ায় কেউ ওই মাদ্রাসাটির খোঁজখবর নিচ্ছে না বলে স্থানীয়রা জানান। ক্ষতিগ্রস্ত হওয়ার প্রায় ২০ দিন অতিবাহিত হয়েছে। মাদ্রাসায় ছাত্রছাত্রী আসলেও ক্লাসে ঢুকতে পারছে না । সিত্রাংয়ের আঘাতে গাছ পরে মাদ্রাসাটি লণ্ডভণ্ড হয়ে গেলেও খোঁজখবর নিচ্ছে না কেউ। এ ব্যাপারে ওই মাদ্রাসার সুপার মাওলানা মোঃ বেলায়েত হোসাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মাদ্রাসা কমিটির সভাপতি ও কমিটির সদস্যদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে মাদ্রাসা মেরামতের জন্য আবেদন করেছি অতি দ্রুতই মাদ্রাসাটি সংস্কার করা হবে এবং পাঠদান আর ব্যাহত হবে না । তবে বর্তমানে কষ্টের মধ্যেও শিফট করে মাদ্রাসার পাঠদান চলছে।