এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আগামী দুই বছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ট কমিটি’র অনুমোদন দেওয়া হয়েছে।
বিগত ২০১৪ সালে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত গোবিন্দগঞ্জ উপজেলাধীন মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে উঠেছিল গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতি। প্রতিষ্ঠালগ্নের পর থেকে গত ৮ নভেম্বর, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সৌরভ কুমার সাহা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সানোয়ারুল হক সনি’র হাত ধরে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব পেলো গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী মোঃ আব্দুর রউফ। এছাড়াও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী মোঃ সূর্য ইসলাম।
নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুর রউফ জানান, গোবিন্দগঞ্জ ছাত্রকল্যাণ সমিতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্বাচিত করায় প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রতিষ্ঠাতা সভাপতি সৌরভ কুমার সাহা ও সাধারণ সম্পাদক সানোয়ারুল হক সনি ভাইকে। গোবিন্দগঞ্জ ছাত্রকল্যাণ সমিতি, গোবিন্দগঞ্জের ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে বড় সংগঠন। আমাকে এ সংগঠনের সভাপতির দায়িত্বভার দেয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি। গোবিন্দগঞ্জের ছাত্র-ছাত্রীদের কল্যাণে এবং যে কোন সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাবে আমাদের এ সংগঠন। অদূর ভবিষ্যতে গঠনমূলক কাজের মাধ্যমে নিজ জন্মভূমি গোবিন্দগঞ্জেরও সার্বিক উন্নয়ন সাধনের ব্যাপারে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করছেন তিনি।
উল্লেখ্য, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রকল্যান সমিতি গোবিন্দগঞ্জ উপজেলার অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে থাকে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের থাকা, খাওয়ার ব্যবস্থার পাশাপাশি নবীন শিক্ষার্থীদের জন্য নবীন বরণ আয়োজন, নিয়মিত ক্যারিয়ার সেমিনার আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক বনভোজনের আয়োজন করে থাকে। এছাড়াও, সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকেই বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ডেও অংশগ্রহণ করে আসছে।