সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকারনাইন কবির বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছেন।
ওই শিক্ষার্থী এবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু ভর্তি ফি’র টাকার অভাবে তাঁর ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ইউএনও দরিদ্র এই শিক্ষার্থীর ভর্তি ফি ও পড়ালেখার খরচ বাবদ কিছু টাকার ব্যবস্থা করে দিয়েছেন।
‘জনসেবাই জনপ্রশাসন’ এ বাক্যটির বাস্তব উদাহারণ যেন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির। সরকারি দায়িত্বের পাশাপাশি উপজেলার বিভিন্ন হতদরিদ্র, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা, গরীর মেধাবী ছাত্র-ছাত্রীর পাশে সহোযোগিতার হাত বাড়ানো প্রতিদিনের রুটিনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে রাণীশংকৈল উপজেলার ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এর।
আর্থিক সহযোগিতা পাওয়া সেই শিক্ষার্থী জানান, আমি স্থানীয় ছাত্রলীগ নেতা তামিম ভাইকে আমার আর্থিক সমস্যার কথা জানায়। তারপর তিনি আমার কথায় আমার বাড়িতে যোগাযোগ করে কথার সত্যতা পাই। তখনই তিনি আমাকে ইউএনও স্যারের কাছে নিয়ে যায়। ইউএনও স্যার আমার সমস্যার কথা নিজের মুখে শুনে ভর্তির খরচ বাবদ ভালো কিছু টাকা আমার হাতে তুলে দেন।
জানা যায় উপজেলার বাচোর ইউনিয়নের সেই মেধাবী শিক্ষার্থী ২০১৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং ২০২১ সালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তবে পরিবারে আর্থিক সমস্যা থাকার কারণে নিয়মিত ভাবে পড়াশোনা শেষ করতে পারেনি সে মেধাবী শিক্ষার্থী।
সেই ছাত্রলীগ নেতা তামিম হোসেন জানান, মেধাবী শিক্ষার্থী ছোট ভাই তার সমস্যার কথা আমাকে জানালে আমি তার কথার সত্যতা যাচাইয়ের জন্য তার পরিবারের সাথে যোগাযোগ করি এবং দেখি ঘটনা সত্যি। তাই আমি তার সহযোগিতার জন্য ইউএনও স্যারের সাথে যোগাযোগ করি। ইউএনও স্যার সাথে সাথেই সেই শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করেছে।