বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেটঃ সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় ভারতীয় মহিষ বােঝাই ডিআই ট্রাক দূর্ঘটনায় পতিত হয়ে ২জন আহত হয়েছে।
স্থানীয়রা আহতদর উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত দুটি মহিষ ঘটনাস্থলে নিলামে ৯৫ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে।
অপর ১টি মহিষ ও দূর্ঘটনা কবলিত গাড়ী পুলিশ জব্ধ করে থানায় নিয়ে যান ।
গত ১৬ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের ফেরীঘাট রাস্তার উপর এই দূর্ঘটনা ঘটে।
জানাগেছে, ভারত থেকে চােরাই পথে ৩টি মহিষ ডিআই ট্রাক যােগে উপজেলার হরিপুর বাজারে নিয়ে যাওয়ার পথে দ্রুত গতির ডিআই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় কবলিত হয়।
এতে ডিআই ট্রাক চালক খারুবিল গ্রামের মুজিবুল হকের পুত্র এবাদুর রহমান এবাদ (২৬) এবং পথচারি উপজেলার গুয়াবাড়ী গ্রামের আব্দুল হান্নানের পুত্র মো: রমজান আলী (২৫) গুরুত্বর আহত হন।
আহতরা জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিক সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ১৯ বিজিবি সদস্য ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।
ভারতীয় মহিষ ও ডিআই ট্রাক আটক করে।
আহত ২টি মহিষ নিলামে ৯৫ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে। জৈন্তাপুর রাজবাড়ি ১৯ বিজিবি ঘটনার কথা স্বীকার করেছে। বিজিবি একটি মামলা দায়ের করেছে।
এই ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ বলন, দূর্ঘটনায় কবলিত গাড়ী উদ্ধার ও ১টি মহিষ জব্ধ করা হয়েছে। দুটি নিলামে বিক্রয় করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.