উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে বাড়ির আঙ্গিনায় সবজি চাষ বিষয়ে সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর কচুয়া সদর ইউনিয়নের পিএফএ ১ এর ৩০ জন হতদরিদ্র পরিবারের সদস্যদের নিয়ে ২ দিনের প্রশিক্ষণ শেষে ২য় দফায় ১৭ নভেম্বর মঘিয়া ইউনিয়নের ৩০ জন হতদরিদ্র পরিবারের সদস্যদের নিয়ে একি বিষয়ে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষ হয়েছে।
এ বিষয়ে এপি ম্যানেজার তপন কুমার মন্ডল বলেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির মাধ্যমে অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির লখ্যে প্রশিক্ষণে অংশ নেওয়া মোট ৬০ টি হতদরিদ্র নিবন্ধিত পরিবারের ৩০ জনের প্রতিটি পরিবারকে দেওয়া হবে ১ টি করে বকনা বাছুর।বাকি ৩০ জনের প্রতি পরিবারে দেওয়া হবে ২ টি করে ছাগল।
অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ,উপসহকারী কৃষি অফিসার মোঃসাইফুল ইসলাম,মোঃ হুমায়ুন কবির ও কচুয়া এপির প্রোগ্রাম অফিসার সমর হালদার।এছাড়াও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয় ২০২৩ অর্থ বছরের জন্য নির্বাচিত ২ টি ইউনিয়নের উপকারভোগীরা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.