রানা খান,প্রতিনিধি শ্রীপুর,গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই জনকে ১৫দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সাজা প্রাপ্তরা হলো, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ফোকরা গ্রামের মো. তবিবুর রহমানের ছেলে অহিদুর রহমান (৩৮), ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পলাশ কান্দা গ্রামের নায়েব উল্ল্যাহ্’র ছেলে মো. সেলিম (২৮)। অহিদুর রহমান নিজেকে ৭১বাংলা টেলিভিশনের রিপোর্টার ও সেলিম ৭১বাংলা টেলিভিশনের ক্যামেরা পার্সন পরিচয় দেন।
গতকাল ১৬ই নভেম্বর বুধবার দুপুরে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার বিভিন্ন ফার্মেসীতে সাংবাদিক ও সরকারী লোক পরিচয়ে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয় ওই দুই যুবক। তাদের গতিবিধি সন্দেহ হলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
পরে অভিযুক্তদের ভ্রাম্যমান আদালতে উপস্থাপন তাদের ১৫দিনের কারাদন্ড ও প্রত্যেককে একশ টাকা করে জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেহেনা আক্তার।
স্থানীয়রা জানান, অহিদুর ও সেলিম গত দুই মাস যাবৎ শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে সাংবাদিক ও সরকারী কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি করছিল। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে সাড়ে ১১টার দিকে তারা শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার স্বর্ণা মেডিকেল হলের স্বত্ত্বাধিকারী আ: ছালামকে ভয়ভীতি দেখিয়ে এক লাখ টাকা দাবি করে এবং নগদ এক হাজার টাকা হাতিয়ে নেয়। একই দিন পাশ্ববর্তী আল্লাহ সহায় ফার্মেসীর মালিক শাহাদত হোসেনকে ট্রেড লাইসেন্সের মেয়াদত্তীর্ণসহ বিভিন্ন অভিযোগ এনে ভয় দেখিয়ে ক্যামেরায় ভিডিও ধারণ করেন। এসময় তাকে মোবাইল কোর্টে জরিমানা করার হুমকি দিয়ে ৫০হাজার টাকা দাবি করেন। অভিযুক্তদের গতিবিধি সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাদের আটক করে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ভ্রাম্যমান আদালত উপস্থাপন করে। ভ্রাম্যমান আদালত তাদের ১৫দিনের কারাদন্ড ও প্রত্যেককে একশ টাকা জরিমানা করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ্ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাংবাদিক পরিচয় দেয়া ওই দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হলে তাদের ১৫দিনের সাজা ও প্রত্যেককে ১০০টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.