এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ীকে
আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার বিকালে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম চক রহিমাপুর মন্ডলপাড়া গ্রামে ও পৌরসভার ঝিলপড়া থেকে জাকারিয়া আলম সরকারকে আটক করা হয়। জাহিদুলের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং জাকারিয়ার কাছ থেকে ৫০ পিস ই্য়াবা উদ্ধার করা হয়।
আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ তারা মাদকের ব্যবসা করে আসছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে এসব মাদক দ্রব্য পাই। এদের বিরুদ্ধে মাদক কারবারি কয়েকটি মামলাও রয়েছে । এরা পেশাদার মাদক ব্যবসায়ী।
গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পরিচালক মামুনুর রশিদ বলেন, আটক হওয়া দুই মাদক কারবারিকে দীর্ঘদিন যাবৎ গ্রেফতারের চেষ্টা চলছিল। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে মাঝখানে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে নতুন করে আবার শুরু করে মাদক ব্যবসা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সন্ধ্যায় থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.