মোঃ রেজাউল করিম,ঈদগাঁওঃ বাংলাদেশ বেতার, কক্সবাজার কর্তৃক বিশ্ব শিশু দিবস ২০২২ উপলক্ষে শিশুর জন্য উদ্ভাবনী মেলা রবিবার অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ বাংলাদেশ এর অর্থায়নে ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশ এর এসবিসি টিম লিডার মিঃ জর্জিনা মেথেঙ্গা।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবির।
বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক (অনুষ্ঠান) মোহাম্মদ সোলতান আহমদের সঞ্চালনায় এতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে দিকনির্দেশনা দেন জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার অসীম সূত্রধর ও পুষ্টিবিদ ডাক্তার মিতা দাশ।
শুভেচ্ছা জ্ঞাপন করেন বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় ইউনিসেফ এর এসবিসি অফিসার মোঃ রাশিদুল হাসানসহ বাংলাদেশ বেতার ও ইউনিসেফ এর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।।
মেলার কর্মসূচিতে ছিল আলোচনা, স্বাস্থ্য বিষয়ক প্রশ্নোত্তর, আঁকা- আঁকি, বেতার স্রবণ, গান, খেলাধুলা, গণিত, কুইজ প্রভৃতি।
প্রধান অতিথি তার বক্তব্যে বেদে, জেলে, প্রতিবন্ধী সহ সব শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পারস্পরিক ভালবাসা, পরিচর্যা ও সুযোগ দানের উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি সুস্থ, সবল জাতি গঠনে এ ধরনের আয়োজন সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
এতে শিশুদের সময় মত পড়ালেখা, খেলাধুলা ও পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের আহ্বান জানান।
মেলায় আগত অভিভাবক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্নের উত্তর দেন উপস্থিত চিকিৎসকরা।
এতে কক্সবাজার বেতারের সংবাদদাতা মোঃ রেজাউল করিম সহ কয়েকটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের নানা শ্রেণীর বেতার শ্রোতা ক্লাবের শিক্ষার্থীরা অংশ নেয়।