বিলালুর রহমান,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ সিলেট জেলার জৈন্তাপুরে বাল্য বিবাহ আইন প্রতিরোধ বিষয়ে কাজী,মসজিদের ইমাম এবং জনপ্রতিনিধিদের মাঝে প্রশিক্ষণ অনিষ্ঠিত।
২১ নভেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির জাইকার সহায়তায়, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক অনুষ্ঠিত।
প্রশিক্ষন কর্মশালা পরিচালনা করেন ইউডিএফ আজিজুর রহমান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে, এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এবং সদস্য এবং সদস্যারা, কাজী, মসজিদের ইমাম ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির দায়িত্ব শীল বৃন্দ এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ। পরিশেষে সভাপতি বক্তব্যর পর প্রশিক্ষণ শেষ হয়।