এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, ৬ টি ছোট বড় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি৷
২২ নভেম্বর মঙ্গলবার সকাল হতে দুপুর পর্যন্ত উপজেলার পৌর ও বিভিন্ন ইউনিয়নের নুরপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়,সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়াই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এছাড়াও কালিবাড়ী হতে সিনেমাহল পর্যন্ত জিসি সড়ক ও ইউপি অফিস রোড ১০ হাজার ৭ শত মিটার ,হোসেনপুর ইউপি অফিস হতে গণেশপুর বাজার ১৩ শত মিটার,ঢোলভাঙ্গা ভায়া আমলাগাছী জিসি সড়ক ৪ হাজার ১ শত ১৭ মিটার, রংপুর বগুড়া মহাসড়কে আয়নাল হকের বাড়ী পর্যন্ত ৯ শত ২০ মিটার,পবনাপুর ইউপি'র হয়ে হরিনাথপুর বাজার,হালিম নগর হাট পর্যন্ত ৯ হাজার ৪ শত ৫০ মিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা প্রকৌশলী শাহরিয়ার, জাতীয় শ্রমিকলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
উদ্বোধনকালে স্থানীয় জনসাধারণ ও শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বঙ্গবন্ধুকন্যা কৃষকরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশ কে উন্নয়নের মহাসড়কে সংযুক্ত করেছেন। আমাদের সোনার মানুষ হিসাবে গড়ে উঠতে হবে৷ ঐক্যবদ্ধ থেকে উন্নয়নের এ মহাযজ্ঞ বাস্তবায়নে আবারো শেখ হাসিনা সরকার কে ক্ষমতায় দেখতে ও রাখতে চায় সর্বস্তরের সচেতন মহল৷ আগামী নির্বাচনে এ অঞ্চলের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে অপশক্তিকে দাঁত ভাঙ্গা জবাব দিবে ইন্নশাআল্লাহ্।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.