মোঃ কামাল হোসেন খাঁন,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুনসুর আলী (৫১) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়। কয়েদি মনসুর আলী নরসিংদী জেলার রায়পুর উপজেলার আজিজপুর গ্রামের মনু মিয়ার ছেলে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মেহেরপুরের বিজ্ঞ আদালতে দায়েরকৃত বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা মামলার আসামি মুনসুর আলীকে ১২ নভেম্বর নরসিংদী পুলিশ গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে ২২ নভেম্বর আদালতের মাধ্যমে তাকে মেহেরপুর জেল হাজতে প্রেরন করেন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) তিনি শ্বাসকষ্ট জনিত রোগে অসুস্থ হয়ে পড়লে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুনসুর আলীর মৃত্যু হয়।
মেহেরপুর সিভিল সার্জন জওয়াহেরুল আলম জানান, মেহেরপুর জেলা কারা কর্তৃপক্ষ অসুস্থ (শ্বাসকষ্ট উপসর্গ) অবস্থায় হাজতী আসামি মুনসুর আলীকে দুপুর ১২ টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।