মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদকঃ
ভোলার বোরহানউদ্দিনে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২৪ শে নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নি ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন ভোলা ২ আসনের এমপি আলী আজম মুকুল।
উপজেলা কৃষি কর্মকর্তা এইচ.এম শামীম জানান,২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা,গম, ভূট্রা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মশুর,শীতকালিন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৮ প্রকার ফসলের
৪৬ লাখ ৪১ হাজার ৩ শত ২০ টাকা মূল্যের প্রণোদনা বিতরণ করা হয়েছে।