বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেটঃ জৈন্তাপুরে ই-মিউটেশন অনলাইন ভূমি উন্নয়ন কর সংগ্রহ এবং ভূমি ব্যবস্থাপনা বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বােধন করা হয়েছে।
গত ২৬ নভেম্বর শনিবার এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সী (জাইকা)'র অর্থায়নে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ইউডিএফ মো: আজিজুর রহমান ।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
প্রশিক্ষন কর্মশালায় ভূমির ই- নাম জারি এবং ভূমি উন্নয়ন কর সংগ্রহ বিষয়ক বিভিন্ন তথ্য উস্থাপন করেন
হরিপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা অর্জন কুমার রায়, উপজেলা সাভের্য়ার মো: আব্দুর রাকিব এবং অফিস সহকারী ধ্রুব জ্যোতি দাস ।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম ভূইয়া, চিকনাগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম,বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, বাঘেরখাল রমজান-রুপজান একাডেমির প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চতুল আমিনা হেলালী টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ হেলাল আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান ও সদস্য নাজমুল ইসলাম।
প্রশিক্ষন কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, সাংবাদিক, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, কৃষক, কলেজছাত্র, উপজেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তাগণ সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.