মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ ক্যাম্পিং এর প্রথম দিনে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বর্নাঢ্য সৃজনশীল কর্মশালা এবং দিনব্যাপী শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
কর্মশালা ও প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় মাটিরাঙ্গা উপজেলায় বেলছড়ি ইউনিয়ন এর পুর্ব-খেদাছড়ার "পিটাছড়া পাঠাগারে।
শিল্পের ৬টি বিষয় নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের ৬ জন নিবেদিত শিপ্লীদের পরিচালায় কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়। এমন সৃজনশীল আয়োজনকে উৎসাহ দিয়ে সাফল্যমন্ডিত করতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব স্বপরিবারে উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন, পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল।
আর্ট ক্যাম্পের অর্গানাইজার শিল্পী জন মোহম্মদ বলেছেন, "সুস্থ সুন্দর পৃথিবীর গড়ে তুলবার জন্য শিল্প চর্চার কোনো বিকল্প নেই। শিশুকাল থেকে প্রান ও প্রকৃতির প্রতি মমত্ববোধ গড়ে তুলতে শিল্প ও লোক সংস্কৃতির ভুমিকা অপরিসীম।
এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব কর্মশালার সাথে একাত্মতা পোষণ করে উদ্যোগের সর্বাত্মক সাফল্য কামনা করার পাশাপাশি গ্রামের মেধাবী ও সৃজনশীল ছেলে মেয়েদের প্রতি উনার সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও আশ্বাস দিয়েছেন।
কর্মশালায় পুথিপাঠে কুয়াশা মুর্খ, অরিগামিতে পিয়াল পিউ, কারুশিল্পে দুলাল কান্তি দাশ, ভাষ্কর্যে নাজমুল হোসেন নয়ন, লোকচিত্র কলায় মোঃ মুনির হোসেইন এবং রেখা চিত্রে দীপ্র বনিক প্রশিক্ষক হিসেবে নিবেদিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.