আসাাদুজ্জামান জামাল,ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার কৃতিসন্তান বাংলাদেশের স্বনামধন্য যাত্রা অভিনেতা শাখাওয়াত হোসেন সেলিম ‘দেশ অপেরা’ সম্মাননা পেলেন।
বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদেন যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভালুকা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক দেশ বরেণ্য যাত্রা শিল্পী সাখাওয়াত হোসেন সেলিম। বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের আয়োজনে ২৫ নভেম্বর শুক্রবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে তিনি আনুষ্ঠানিক ভাবে এই সম্মাননা গ্রহন করেন।
অনুষ্ঠানে শারদ নাট্যোৎসবের প্রবক্তা লায়ন চিত্ত রঞ্জন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানটি উদ্বোধন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। এতে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটক ও চলচিত্র নির্মাতা অরুণা বিশ্বাস, সাংস্কৃতিক সংগঠক প্রকৌশলী বরুণ কুমার সরকার।
উল্লেখ্য, ওই অনুষ্ঠানে অমলেন্দু বিশ্বাস স্মৃতিপদক পেয়েছেন নাট্য গবেষক ও যাত্রানুরাগী ড. কামাল উদ্দিন কবির এবং নাট্য গবেষক প্রশিক্ষক ও নির্দেশক ড. আইরিন পারভীন লোপা।
বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদেন যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম ‘এ সম্মাননা এই পেয়ে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.