হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে রফিকুল ইসলাম (৪০) নামের সৌদি ফেরত স্বামীর গলায় রশির ফাঁস (নাইলন দড়ি) নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় ঘটনা ঘটে থাকতে পারে বলে তার স্ত্রী সালমা খাতুনের ধারণা। কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা জানা সম্ভব হয়নি।
রফিকুল ইসলাম উপজেলার কাষ্টদহ গ্রামের বিলপাড়ার ইদু বক্স মালিথার ছেলে। গাংনী থানা পুলিশের এসআই আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় গ্রাম্য ডাক্তার শহিদুল ইসলাম জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে প্রায় ৪ বছর আগে বাড়িতে ফিরে এসে মুদিখানা দোকান দেন। তিনি বেশ কয়েক বছর ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। ইতোমধ্যে তার হার্টে চারটি রিং পরানো হয়েছে। গত রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে ফিরে যায় সে। সকালে তার স্ত্রী সালমা খাতুনের চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা ছুটে এসে তার স্বামীকে সয়নকক্ষে ফ্যানের সাথে গলায় রশির ফাঁস নিয়ে ঝুলতে দেখেন। স্থানীয়রা ফ্যানের সাথে পেঁচানো নাইলনের রশি কেটে তাকে নীচে নামায়। স্থানীয় ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। একই কথা জানিয়েছেন কষ্টদহ গ্রামের মৎস্যজীবী আক্কাস আলী।
সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের এস আই আব্দুল মজিদ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গলায় ফাঁস নিয়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।