এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী যুব সমাজের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করে উপস্থিত দর্শক ও শ্রোতাবৃন্দ। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
রবিবার (২৭ নভেম্বর) বিকাল ৫টায় বগুলাগাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিশিষ্ট সমাজসেবক মানিক মিয়ার আহবানে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজ সেবক সেকেন্দার আলী বাদশা মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিটি গ্রাম এখন শহরে রূপ নিয়েছে। ঘরে ঘরে বিদ্যুতের আলোতে আলোকিত হয়েছে। ঘরে ঘরে এখন ফ্রিজ; কালার টেলিভিশন, ইন্টারনেট সুযোগ সুবিধা প্রসারিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নে গ্রামের সকল গুরুত্বপূর্ণ সড়কগুলো এখন পাকা হয়েছে। শহরের সকল সুযোগ-সুবিধা এখন গ্রামের জনসাধারণ ভোগ করছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালুককানুপুর ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান মুন্নু, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, সাপমারা ইউপির চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক ড. আব্দুল মোমিন শেখ রুবেল ও এস এম রাজু ইসলাম আকাশ, দরবস্ত ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন চাকী, সহ সভাপতি শ্রী নারায়ণ চন্দ্র বর্মন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মুক্তার হোসেন সাদ্দাম, বাবুল ইসলাম, তাঁতীলীগ নেতা আরিফুল ইসলাম বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ কবির, দরবস্ত ইউপির ওয়ার্ড যুবলীগের সম্পাদক মিজানুর রহমান মিজান, ফুলবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি জীবন মণ্ডল, সাপমারা ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারিকুল বাশার দুলাল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.