নাটোর প্রতিনিধি,মো :বিপ্লব তালুকদারঃ নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের পিপুলশন দড়িপাড়া গ্রামের ভুয়া স্বর্ণের পুতুল ব্যবসায়ীর মুলহোতা মোঃ রফিকুল ইসলাম(৫০) ও তার স্ত্রী রুপজান (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার দিবাগত রাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম অফিজ কে গ্রেফতার করেছে র্যাব-সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।
রবিবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে সিংড়া উপজেলার আয়েশ এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপুলশন দড়িপাড়া গ্রামের মৃত খোরশেদ আলম প্রামাণিক এর ছেলে মোঃ রফিকুল ইসলাম অফিজ (৫০) ও তার স্ত্রী রুপজান (৪৫) কে আটক করা হয়।
জানা যায়,গত ২০ নভেম্বর রাতে ভূক্তভোগী লালপুর উপজেলার মোঃ তরিকুল ইসলাম এর অভিযোগের প্রেক্ষিতে সিংড়া উপজেলার পিপলসন দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারণার মাধ্যমে নকল স্বর্ণের মূতির বিক্রিয় করার অপরাধে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৭ সদস্যকে একটি স্বর্নের মূতিসহ গ্রেফতার করে র্যাব। এসময় প্রতারক চক্র ‘অফিজ গ্রুপ’ এর মূলহোতা মোঃ রফিকুল ইসলাম অফিজসহ ৩জন প্রতারক পালিয়ে যায়। পরবর্তীতে ভূক্তভোগী তরিকুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় গ্রেফতারকৃত ও পলাতক প্রতারকদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন।
প্রতারকরা দেশের বিভিন্ন এলাকার লোকজনকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সোনালী রংয়ের পুতুল স্বর্ণের পুতুল বলে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। আটক রফিকুল ইসলাম অফিজ ও তার স্ত্রীকে সিংড়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.