বিলালুর রহমান,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলা দরবস্ত বাজারে (২৮/১১/২২ নভেম্বর ) সোমবার ১টা ৩০ মিনিটে আগুন লেগে প্রায় ১১ টি দোকান পুড়ে যায়। খবরটি শোনার পর ২৯ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সিলেট ৪ আসনের সংসদ প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন ।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের শান্তনা দেন। তিনি বলেন যারা এই প্রতিষ্ঠানের মালিক তাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি আপনাদের পাশে আছি,উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান এবং প্রশাসন আপনাদের পাশে আছেন আপনারা চিন্তা করবেন না। আপনাদের জন্য আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুত্যিক সর্ট সার্কিটে আগুনের
সুত্রপাত হতে পারে। জৈন্তাপুর থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে মানুষের কোনো ক্ষতি হয়নি।
আগুনে যে দোকানগুলো পুড়েছে তার মধ্যে মুদি দোকান, ঔষধের দোকান, হোস্টেল, লেপতোশকের দোকান, সেলুন ও রয়েছে। দোকানে লক্ষ লক্ষ টাকার মালামাল ছিল যা আগুনে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান অনেক যা এই মুহূর্তে নিরুপন করা সম্ভব নয়। আগুনের লেলিহান শিখা দেখে আশেপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। আগুনে ঘরের টিনগুলো পর্যন্ত ঝলসে গেছে।
এই ব্যাপারে স্থানীয় লোকজন বলেন, জীবনে এই রকম আগুনের শিখা দেখেনি, আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত সকলের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের নিরলস প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছেন।
পরিশেষে আলহাজ্ব জয়নাল আবেদীন সকল কে শান্তনা দেন এবং বাজার কর্তৃপক্ষ কে সহযোগিতা করার আহবান জানান। উনার ব্যাক্তিগত পক্ষ থেকে সকলকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.