এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে গোলাপবাগ আলিম সিনিয়র মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এস, এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে অন্যান্য অতিথি মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহালম পারভেজ,গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ এ,এইচ এম আহসান হাবীব প্রিন্স,কাঁঠালবাড়ী মোস্তফাবিয়া ফাজিল(ডিগ্রি)মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওয়াহাব,শহরগছি আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাসেম,গোলাপবাগ আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ,সহকারী অধ্যাপক ফিরোজ খানুন নুনের সঞ্চালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২টি স্টল পরিদর্শন করেন।এর পরে সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড় প্রতিযোগীতা,সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.