মেহেরপুর জেলা প্রতিনিধি,মোঃ কামাল হোসেন খাঁনঃ
মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে অদুরে মোটরসাইকেল ও ব্যাটারী চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে মোঃ আব্দুল লতিফ (২৬) নামের এক যুবক আহত হয়েছে। মোঃ আব্দুল লতিফকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আব্দুল লতিফক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। আহত মোঃ আব্দুল লতিফ চুয়াডাঙ্গার হরিশচন্দ্রপুর গ্রামের মোঃ আব্দুল কায়জারের ছেলে।
বুধবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে ঘটনার সময় আব্দুল লতিফ মেহেরপুর সদর বন্দর গ্রাম থেকে বাড়ি ফেরার সময় বারাদী মসুরীভাজা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় আব্দুল লতিফ আহত হয়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.