চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে করোনা মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে সামনের সারিতে থেকে যেসব চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত মানুষকে সেবা দিয়েছেন এমন ১৩০ জন চিকিৎসক যোদ্ধাকে শুক্রবার সন্ধ্যায় নবাবগঞ্জ ক্লাবে এক অনুষ্ঠানে সংবর্ধনা দেয়ািয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ ওস্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শখা
জেলা বিএমএ’র সভাপতি ডা. দুররুল হোদার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সাবেক সিভিল সার্জন ও বর্তমানে নওগাঁ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা স্বাচিপের সভাপতি ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জের সিভিল মার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডা. মো. আব্দুস সালাম, জেলা বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. ময়েজ উদ্দিন। অনুষ্ঠানে চিকিৎসকদের সংগঠন দুটির অন্য নেতৃবৃন্দ ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন কোভিড-১৯ মহামারির শুরু থেকে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জ জেলার চিকিৎসকগণ জীবনের ঝুঁকি নিয়ে আক্রান্ত রোগীদের সেবা দিয়েছেন। অনেক চিকিৎসক নিজেও আক্রান্ত হয়েছেন। তবু আমরা মানবতার সেবায় কাজ করে গেছি। আমরা এখনও মানুষের সেবায় নিয়োজিত আছি। আগামীতে মানুষের পাশে থাকব বলে জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.