মোঃ আসাদুজ্জামান আপেল,পঞ্চগড় প্রতিনিধিঃ যক্ষ্মারোগ প্রতিরোধে সুশিল সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০৩ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় যক্ষ্মারোগ নিরোধ
কমিটি-নাটাব, পঞ্চগড় জেলা শাখা।
এতে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এস এম শরীফ আফজাল।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে ও নাটাব পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, নাটাব রংপুর বিভাগের প্রতিনিধি কাওছার উদ্দীন প্রমূখ।
মতবিনিময় সভায় বাংলাদেশের যক্ষ্মারোগের
বর্তমান চিত্র, পঞ্চগড় জেলার কার্যক্রম, ফুসফুসের
যক্ষ্মার লক্ষণ, যক্ষ্মা নিয়ন্ত্রণে করণীয় ও দায়িত্বসমূহ নিয়ে বিস্তারিত আলোচনায় ডা. এস এম শরীফ আফজাল বলেন, সম্পূর্ণ বিনা খরচে রোগ নিরূপণ ও চিকিৎসা করা হলেও গ্রামের অনেক মানুষ বিষয়টি নিয়ে অবহিত নন। বিভিন্ন পেশার মানুষ এগিয়ে এলে খুব কম সময়ের মধ্যে অন্যান্য রোগের মত এই রোগটি নিয়ন্ত্রণ এমনকি নির্মূল করা সম্ভব। এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা অগ্রণী ভুমিকা পালন করতে পারে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.