হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ সাইদার আলী সোনা (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র জোয়ানরা। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে রংমহল বিওপি’র সীমান্ত এলাকা ধলার মাঠ থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটককৃত সাইদার আলী সোনা মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত সামসউদ্দিনের ছেলে।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রংমহল বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৩৬/১-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলার মাঠে হাবিলদার মোঃ ফজলার রহমান এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত সামসউদ্দিনের ছেলে সাইদার আলী সোনা (৬৫) কে ভারতীয় ০৮ কেজি গাঁজা, ০১টি হাসুয়া, ০১টি বাটন মোবাইল, ০১টি গ্রমীণ সীমসহ আটক করেছে বিজিবি।
আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার ৭শ'টাকা।
আটককৃত সাইদার আলী সোন'র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল গাংনী থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.