মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলায় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ৩ ডিসেম্বর
শনিবার দুপুরে কালেক্টর চত্বরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক, ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর আয়োজনে এই দিবস অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও -১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশী, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান, ঠাকুরগাঁও জেলা সমাজসেবার উপ- পরিচালক আল মামুন, ঠাকুরগাঁও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডাক্তার আল মনসুর, আরএসডিও আনন্দ প্রতিবন্ধী স্কুলের নির্বাহী পরিচালক ইকলিমা খাতুন মিনা, একতা প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের পরিচালক আমিনুল ইসলাম সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের রমেশ চন্দ্র সেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় ভাবেন দেশের মানুষ কিভাবে ভালো থাকবে তা ভেবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এবং দেশ কিভাবে আরো উন্নয়ন হবে। তার এই চেষ্টার ফলে দেশে আজ প্রত্যেকটি জায়গায় উন্নয়ন হয়েছে। সামনে আবারো যে নির্বাচন আসছে তখন কিন্তু সাধারণ মানুষ আবারও নৌকায় ভোট দিবেন। অনেকেই বিএনপি করে বিএনপি করে লাভ কি তারা কি উন্নয়ন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় ঠাকুরগাঁও-১ আসনে অনেক উন্নয়ন করেছি ভবিষ্যতে ও আরো করবো।
তাই সকলে ঐক্যবদ্ধ থেকে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি আমাদের বর্তমান সরকারকে সহযোগিতা করবে এই আশা করি আমরা। সংক্ষিপ্ত আলোচনা শেষে ঠাকুরগাঁও জেলার মোট ৮০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.