মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।৫ ডিসেম্বর সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ঠাকুরগাঁও জেলার আয়োজনে আলোচনা সভায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক ড. মো. আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, বাংলাদেশ বেতারের অঞ্চলিক পরিচালক মো. আব্দুর রহিম, ঠাকুরগাঁও মৃত্তিকা সম্পদ উন্নয়ন আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিএডিসি কন্ট্রাক্ট গ্রোয়ার্সের উপ-পরিচালক মো. ফারুক হোসেন, ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, পৌরসভার প্যানেল মেয়র মো: আব্দুল কাইয়ুম চৌধুরী, এনএসআই সহকারি পরিচালক রেজাউল হক প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.