লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা বর্জন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ ইউনিটের আজীবন সদস্যরা । কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের প্রভাবশালী নেতার বিরুদ্ধে বিভিন্ন কৌশলে দীর্ঘদিন যাবত ক্ষমতা অপব্যবহার করায় বার্ষিক সাধারণ সভা বর্জন করেছে বলে জানা গেছে।কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য আতা মোহাম্মদ উবায়েদ জানায় আমরা আজীবন সদস্যরা কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমীতে বর্তমান বার্ষিক সাধারণ সভা ও সেক্রেটারী জনাব লুৎফর রহমান চৌধুরী হেলালের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাধারণ সভা ও নির্বাচন বর্জন করেছি।এদিকে কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের আরেক আজীবন মনিরুল আজম সদস্য জানান, আমি বার্ষিক সাধারণ সভার চিঠি পাইনি। শুধু তাই নয় আমি নিয়ম-কানুন মেনে টাকা দিয়ে আজীবন সদস্য হয়েছি। আমি এর নিন্দা জানাই।কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য আঃ ম.তানভীর হায়দার ভূইয়্যা জানায় , লুৎফুর রহমান চৌধুরী হেলালের "চৌধুরী পেট্রোল পাম্পে" বসে বর্তমান কমিটি করেছে হেলাল চৌধুরী। যারা নির্বাচনে অংশ গ্রহন করেছেন তারা সবাই তার লোক সে জন্যই মনোয়নপত্র সাজানো নির্বাচনে প্রত্যাহার করে নেয়।কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের আরেক সদস্য এনায়েত রাব্বী জানায় মহামান্য রাষ্ট্রপতির নাম ভাঙ্গিয়ে বার বার এ কাজ করে থাকেন হেলাল চৌধুরী।তাই আমরা এ বার্ষিক সাধারণ সভা বর্জন করেছি । এদিকে কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী হেলাল জানায় অনেকেই চিঠি পাননি। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।তবে ডাক বিভাগের পোস্ট করার পরেও চিঠি কেন পায়নি এ জন্য পোস্ট মাস্টারকে জিজ্ঞেস করা হবে।কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত আজীবন সদস্য মাহবুব হাসান বলেন, আজীবন সদস্যদের চিঠি না পাওয়া দুঃখজনক। এ বিষয়ে কেন্দ্রীয় রেড ক্রিসেন্ট বিডিআর সিএসএর তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.