মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের আগরদাঁড়ী গ্রামের দুধ ব্যবসায়ী মোঃ শাহিনুর রহমান রিপন,পিতা:- মোঃ হামিদ মোল্লার বাড়িতে আজ ৬ ডিসেম্বর দুধে অপদ্রব্য মেশানো হয় এমন তথ্য পেয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা এর যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জনৈক ব্যক্তির বাসা থেকে দুধে পরিমাণ বাড়ানো জন্য ব্যবহৃত গ্লুকোজ পাউডার, নিম্নমানের গুঁড়া দুধ,কৃত্রিম ভাবে দুধের ক্রিম বানানো কাজে ব্যবহার সোয়াবিন তেল,ব্লেন্ডার জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন এসকল অপদ্রব্য মিশিয়ে দুধ তৈরি করে স্থানীয় মিষ্টির দোকান এবং চিলিং পয়েন্টে বিক্রি করেন বলে স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম করবেন না এই মর্মে অঙ্গীকার করেন।পরবর্তীতে অপরাধী ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং সকল মালামাল জব্দ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.