ইয়াছিন মোল্লাঃ আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০ তম সম্মেলনে যোগ দেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলন শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন।
এ সম্মেলনের মধ্য দিয়ে বিদায় নিতে যাচ্ছে আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিটি। নতুন নেতৃত্ব পাবে দেশের সক্রিয় ছাত্র সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন এই সংগঠন। ছাত্রলীগের এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা গিয়েছে উৎসবের আমেজ। সকাল থেকেই বিভিন্ন ইউনিট থেকে হাজার হাজার নেতাকর্মী এসে উপস্থিত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।
এর মধ্যে অন্যতম রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ সম্মেলনে প্রায় চার শতাধিকেরও অধিক নেতাকর্মীদের নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশস্থলে যোগ দিয়েছেন।
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল জানান, ''সাড়ে চার বছর পর বাংলাদেশ ছাত্রলীগের বহুল প্রতিক্ষিত জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সাংগঠনিক সক্ষমতা সম্পন্ন, পরিবারের জামায়াত-বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতা না থাকা, ‘ক্লিন ইমেজ’, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, শিক্ষার্থীবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছি।''
এবং সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বলেন, ''পরিবেশ বান্ধব জনপ্রিয়, বিভিন্ন সংকটে মানবিক কাজে সক্রিয় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অগ্রণী ভূমিকা পালনে যোগ্য ব্যক্তিবর্গ নেতৃত্বে আসবেন এটাই প্রত্যাশা।''
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.