মোঃ কবির হোসেন,স্টাফ রিপোর্টারঃ ১১৮ নং মধ্য কুড়ালিয়া মোল্লার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মফস্বল এলাকা বড়মানিকা ইউনিয়নের মোল্লার হাট বাজারের সন্নিকটে ৫ নং ওয়ার্ডে অবস্থিত । ১৯৮৬ সালে এই প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়।
বর্তমানে এই বিদ্যালয়ে মোট ছাত্র /ছাত্রীর সংখ্যা ১৫৪ জন । শিক্ষক, শিক্ষিকা আছেন ৫ জন । প্রতিষ্ঠার পর থেকে বিগত সমাপনী পরীক্ষা ও লেখাপড়ার গুনগত মান বেশ ভালো, আর এভাবেই চলে আসছে অর্দ্যাবধি ।
যে কেউ এই বিদ্যালয়ের বোরহানউদ্দিন টু মোল্লার হাট সড়ক দিয়ে চলার পথে মোল্লার হাট বাজারের দক্ষিণ পাশে যাওয়ার সময় চোখে পড়ে এই প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে চোখ ধাধানো নকশা ও কারুকার্য শোভিত মনোমুগ্ধকর ছবি ।
মহান স্বাধীনতার স্বাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে , প্রধানমন্ত্রী শেখ হাসিনা , শেখ রাসেল , শহীদ বুদ্ধিজীবী , জাতীয় কবি , বিশ্ব কবি সহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের ছবি বিদ্যালয়র দেয়াল নান্দনিক ভাবে শোভা পেয়েছে ।
সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত যে অর্থ এসব বিদ্যালয়ের জন দেয়া হয় তার পুরোটাই ব্যয় করেন এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান । অনেক সময় বরাদ্দকৃত অর্থের চেয়ে বাড়তি অর্থ প্রয়োজন হয় এসব দৃশ্য অংকন করার কাজে তখন বাড়তি অর্থ নিজ পকেট থেকে ব্যয় করেন অত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান । এমনটি জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান ও বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোঃ জসিম উদ্দিন ।
যেখানে দুর্নীতি ও অনিয়মে ভরা দেশের অনেক সরকারি বেসরকারি , স্বায়ত্তশাসিত সংস্থা সেখানে এই ধরনের একজন আদর্শ শিক্ষকের সংখ্যা বিরল , কিছুটা হলেও বলা যায় ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.