মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার নিজস্ব ভবন না থাকায় ৫৯.৯ শতাংশ জমি বিতরণ করেছেন মাহবুবুর রহমান নামের এক ব্যবসায়ী।
গতকাল মঙ্গলবার কাশিমপুর থানার জন্য বাংলাদেশ পুলিশের অনুকূলে সাফ কবলা দলিলমূলে জমি রেজিস্ট্রেশন করে দেন ওই ব্যবসায়ী।
মাহবুবুর রহমান কাশিমপুর এলাকার বাসিন্দা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) মো. মিজানুর রহমান বলেন, গাজীপুর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম গাজীপুর মহানগর পুলিশে যোগদান করার পরপরই নিজস্ব ভবনে জিএমপি'র অফিস পরিচালনার দিকনির্দেশনা দেন। পরে জিএমপি' র প্রচেষ্টায় ২০২১-২০২২ করবর্ষে ব্যক্তি ও কোম্পানি পর্যায়ের করদাতাদের মধ্যে ব্যবসায়ী ক্যাটাগরীতে ট্যাক্স কার্ড পাওয়া মো. মাহবুবুর রহমানের ৫৯.৯ শতাংশ জমি ৬ ডিসেম্বর গাজীপুর কাশিমপুর থানার জন্য বাংলাদেশ পুলিশের অনুকূলে সাফ কবলা দলিলমূলে রেজিস্ট্রেশন করে দেন।
এসময় মহানগর পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাহবুবুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর ৮টি থানা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হয়। মেট্রোপলিটন সদর ও টঙ্গী পূর্ব থানার নিজস্ব ভবন থাকলেও বাকি ৬ টি থানার কার্যক্রমই চলছে ভাড়া করা ভবনে। এর মধ্যে কাশিমপুর থানাও রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.