মোঃসাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদকঃ
ভোলা সদর উপজেলায় খোলা বাজারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) বীজ বিক্রির দায়ে মো. মানিক মিয়া নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এসময় ৬৯ বস্তা গম, ১৭ বস্তা ধান ও ৮ বস্তা আলু বীজ জব্দ করা হয়। আটককৃত মানিক ভোলা শহরের নতুন বাজার মেসার্স মানিক ট্রেডার্সের মালিক ও আবহাওয়া অফিস রোডের বাসিন্দা। আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মানিকের দোকান থেকে সরকারি বীজসহ তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ভোলা শহরের নতুন বাজারে মেসার্স মানিক ট্রেডার্সে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সীল দেয়া বস্তা ভর্তি গম, ধান ও আলু বীজ বিক্রি করতে ছিলেন। এ সময় স্থানীয়রা দোকানের মালিক মানিক সরকারি বীজ কোথায় পেয়েছেন জানতে চাইলে সে সঠিক উত্তর দিতে পারেননি। পরে ভোলা সদর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে মোট ৯৪ বস্তা সরকারি বীজসহ দোকানের মালিক মানিক মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দোকানের মালিক মো. মানিক মিয়া জানান, তিনি এ বীজ ভোলার বোরহানউদ্দিন উপজেলার দাদা বীজ ভান্ডারের মালিক নাজিমের কাছ থেকে কিনেছেন। নাজিম ভোলা থেকে এ বীজ ছাড় করে তাকে দিয়ে গেছেন। তবে নাজিম তাকে কোনো ক্রয় রশিদ দেয়নি।
ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, স্থানীয়রা সরকারি সীল সম্বলিত ৯৪ বস্তা গম,ধান ও আলু বীজসহ মো. মানিক নামের এক ব্যবসায়ীকে আটক করে থানায় খবর দেয়।
খবর পেয়ে থানা পুলিশ এসে অভিযুক্ত মানিককে ৯৪ বস্তা সরকারি বীজসহ আটক করেছেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.