মো. সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদকঃ
ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ পালিত হয়েছে।
৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জয়িতাদের হাতে ক্রেস্ট,ও সনদপত্র তুলে দেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের জন্য পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়"সম্মাননা প্রাপ্ত জয়িতারা হলেন,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী খাদিজা বেগম,শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সোনিয়া বেগম,সফল জননী নারী কামরুন নাহার,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী সুলতানা বেগম ও সমাজ উন্নয়নে অসাম্য অবদান রাখায় জান্নাতুল ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সাংবাদিক মো.সাইফুল ইসলাম আকাশ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা আবুলকালাম,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.