মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃ বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক প্রতিরোধ দিবসে বগুড়ার শেরপুরে পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।গত শুক্রবার (০৯ডিসেম্বর) বেলা বারোটায় উপজেলা পরিষদের সভা কক্ষে বিভিন্ন বিষয়ে অবদানের স্মীকৃতি স্বরুপ এই সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক, মৈত্রীর নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার, পৌর কাউন্সিলর শারমিন আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সংবর্ধনা পাওয়া পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা হচ্ছেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ঝরনা সরকার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে মোছাঃ নাছিমা আক্তার, সফল জননী হিসেবে চায়না বেগম, নির্যাতনের বিভিশিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা নারী হিসেবে মোছাঃ আফরোজা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আঙ্গুরী বেগম। নির্বাচিত এসব জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দিয়ে সংবর্ধনা দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা। এরআগে মহিয়সী নারী বেগম রোকেয়ার জীবন-কর্ম নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.