জৈন্তাপুর,সিলেটঃ চলিত বছরে সিলেট বিভাগে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তর্ণী জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় অনুপ্রেরণিত করে আর উৎসাহ উদ্দীপনা প্রদানের লক্ষে জৈন্তাপুর জাফলং ভ্যালি বোডিং স্কুল আয়োজিত এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
গত১০ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় স্কুল ক্যাম্পাসে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সভাপতি ও সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার।
সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ তসলিম উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন স্কলার্স হোম স্কুলের প্রভাষক কামরুল হক জুয়েল।
এতে বক্তব্য রাখেন জাফলং ভ্যালী বোডিং স্কুলের পরিচালক প্রফেসার ড.কবির চৌধুরী, মশিউর রহমান, আনিসুর রহমান সিনহা, সাফওয়ান চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান আহমদ চৌধুরী, ওয়াহিদুর রব, পুবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ও বিশিষ্ট সমাজসেবী ডা: বাহার আহমদ।
সভায় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন স্কুল থেকে আসা জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.