নিজস্ব প্রতিবেদকঃ রোটারী ক্লাব অফ ঢাকা রাইজিং স্টারস্ এর বার্ষিক সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা রাইজিং স্টারস্ এর প্রেসিডেন্ট এসওএস চিলড্রেন্স ভিলেজের ন্যাশনাল ডিরেক্টর ডাঃ এনামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএম-এর শুরুতেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত (৯ শুক্রবার) ঢাকার মোহাম্মদপুরের খিলজী রোডের সেফরন হলে (২২/১৫, খিলজী রোড) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক পর্ব শেষে চিফ ইলেকশন কমিশনার ঢাকা রাইজিং স্টারস্ এর চার্টার্ড প্রেসিডেন্ট প্রফেসর শাহ আলম চৌধুরী ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ এর প্রেসিডেন্ট নমিনি ও সেক্রেটারী হিসেবে বোর্ড মেম্বারদের সমর্থন নিয়ে নাম ঘোষণা করেন। ২০২৩-২৪ এর প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান মিলি রহমান ও সেক্রেটারী রোটারিয়ান মোঃ খায়রুল আলম লিমন। ২০২৪-২৫ এর প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান ফয়েজ আহম্মদ ও সেক্রেটারী রোটারিয়ান বিধান চন্দ্র পাল।
বার্ষিক সভায় ওপরে উল্লেখিত নামের বাইরেও উপস্থিত ছিলেন রোটারিয়ান ডালিয়া দাস, রোটারিয়ান হোসাইন আসিফ, রোটারিয়ান ড. আব্দুল্লাহ আল মঞ্জুর হোসেন, রোটারিয়ান আয়েশা খাতুন, রোটারিয়ান দেবাশীষ মল্লিক, রোটারিয়ান মোহাম্মদ শাহরিয়ার খান প্রমুখ। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক রোটার্যাক্টরাও আয়োজনে অংশগ্রহণ করেন।
বার্ষিক সভার শেষ পর্যায়ে রোটারী ক্লাব অফ ঢাকা রাইজিং স্টারস, রোটারী ক্লাব অফ ঢাকা স্টারস্ এবং প্রভা অরোরা‘র মধ্যে এক বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ১৮-৩৫ বছর বয়সী তরুণ-তরুণী এবং রোটার্যাক্টদেরকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা এবং পাঁচটি ধাপে তাদেরকে বিভিন্ন কাজে যুক্ত করার মাধ্যমে ক্লাইমেট হিরো হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে। শুধু তাই নয় জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণ-তরুণী ও রোটার্যাক্টদের নানামুখি এ কর্মযজ্ঞ সমন্বয় সাধনের জন্য অদূর ভবিষ্যতে আলাদা একটি সেন্টারও গড়ে তোলা হবে। এই কার্যক্রমটি রোটারী ক্লাব অফ ঢাকা রাইজিং স্টারস এবং রোটারী ক্লাব অফ ঢাকা স্টারস্ এর সিগনেচার প্রকল্প হিসেবে বিবেচিত হবে। কার্যক্রমটি বাস্তবায়ন করার ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশেষায়িত প্রতিষ্ঠান সোশ্যাল এন্টারপ্রাইজ প্রভা আরারা।
অনুষ্ঠানে ঢাকা রাইজিং স্টারস্ এর চার্টার্ড প্রেসিডেন্ট প্রফেসর শাহ আলম চৌধুরী এবং ক্লাবের প্রেসিডেন্ট এসওএস চিলড্রেন্স ভিলেজের ন্যাশনাল ডিরেক্টর ডাঃ এনামুল হক, রোটারী ক্লাব অফ ঢাকা স্টারস্ এর চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান মাহমুদ হাসান, প্রভা অরোরা’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান বিধান চন্দ্র পাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এছাড়া অনুষ্ঠানে প্রভা অরোরা ও বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ এন্ড প্ল্যানিং এর মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠান দুটির মধ্যে পাঁচ বছর মেয়াদী চুক্তির আওতায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা নিয়ে নানান দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠান দুটি গবেষণা কার্যক্রম গ্রহণ, গবেষণা ফলাফল প্রকাশ ও একত্রে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার, কনফারেন্স ইত্যাদির আয়োজন করতে পারবে। এই সম্পর্কের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ আঙ্গিক বিবেচনায় নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা সম্ভবপর হবে ও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে বলে প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.