মোঃ মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলা বদরপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মোঃ রাফিন(১২) নামে এক পঞ্চম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
রাফিন ৫৬নং দেবীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শেণির ছাত্র।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৮ টায় উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীর চর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ছাদে এঘটনা ঘটে।
নিহত রাফিন বদরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃরুম্মান খাঁনের ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে দেবীরচর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার মাঠে রাফিন তার সহপাঠীদের সাথে লুকোচুরি খেলছিল। খেলার একপর্যায়ে রাফিন মাদ্রাসার ছাঁদে পানির ট্যাংকি পাশে লুকাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎতের তারে জড়িয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়। ঘটনাস্থলেই রাফিনের মৃত্যু হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.