সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ ১৪.১২.২০২২
কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী রোগী, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও জেলার বিভিন্ন স্তরের মানুষ।
বুধবার জেলা শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতালের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অবসর প্রাপ্ত মেজর আব্দুস ছালাম, মহাসচিব ও পৌর মেয়র কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সাংবাদিক শফি খানসহ অন্যান্যরা। মানববন্ধনে হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ চিকিৎসা সেবা নেয়া রোগী ও স্বজনরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দরিদ্র পীড়িত এ জেলার ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতি ২০০৬ সালে হাসপাতালটি প্রতিষ্ঠা করে। এরপর থেকে গঠনতান্ত্রিকভাবে হাসপাতালটি পরিচালিত হয়ে আসছে এবং বর্তমানে প্রায় ১৮ হাজার রেজিস্ট্রেশনকৃত ডায়াবেটিক রোগীর চিকিৎসা সেবা দিচ্ছে। কিন্তু হাসপাতালটি পরিচালনা করতে স্থানীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ গঠনতন্ত্রের বাইরে নতুন কমিটি করার চেষ্টায় ব্যর্থ হয়ে হাইকোর্টে রিট করেন। সেখানে বর্তমান কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তার গঠন করা কমিটিকে কেন সুযোগ দেয়া হবে না তার জবাব চাওয়া হয়। এটি হাসপাতাল বন্ধের ষড়যন্ত্র বলে জানান বক্তারা। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান বক্তারা।
কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সভাপতি অবসর প্রাপ্ত মেজর আব্দুস ছালাম জানান, গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠিত হয়েছে এবং সে কমিটির মাধ্যমে হাসপাতালটির পরিচালিত হয়ে আসছে। স্থানীয় সংসদ সদস্য যে রিট করেছে সে কপি আমরা পেয়েছি এবং গঠনতন্ত্র অনুযায়ী হাইকোর্টেও কারন দর্শানোর জবাব দেয়া হবে। তিনি আরো জানান, স্থানীয় সংসদ সদস্য যে কমিটির বিরুদ্ধে রিট করেছেন সেই কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দীতা করে হেরে যাওয়ায় ক্ষুদ্ধ হয়ে হাসপাতালটি বন্ধের চক্রান্ত অব্যাহত রেখেছেন। জনপ্রতিনিধি হয়েও যদি জনগণের বিপক্ষে দাড়ায় তাহলেতো জনগণের সেবা হবে না। এ জেলার মানুষের স্বার্থে এসব চক্রান্ত বন্ধের দাবি জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.